তুরস্ক সীমান্তে ৩ লাখ সিরিয়ান আশ্রয় নিয়েছে

ইসলাম টাইমস ডেস্ক: এপ্রিল থেকে সিরিয়ার উত্তর-পশ্চিমে ক্রমে বাড়তে থাকা সংঘাতের কারণে ৩ লক্ষ সিরিয়ান তুর্কী সীমান্তে আশ্রয় নিয়েছে। জাতি সংঘের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি।

জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিস্থিতি ৩ লক্ষ লোককে বাধ্য করেছে  পলায়ন করতে। বাস্তুচ্যুত হয়ে তারা তুরস্ক সীমান্তের কাছে ইদলিব প্রদেশের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আরও আক্ষেপের বিষয় হচ্ছে, তাদের আক্রমণ থেকে শস্য খেতও রক্ষা পায়নি। স্যাটলাইট থেকে পাওয়া বিভিন্ন ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, প্রায় ১৮শত একর শস্য খেত জ্বালিয়ে দেওয়া হয়েছে বিগত কয়েক সপ্তাহে।’

পূর্ববর্তি সংবাদঅক্টোবরে সৌদি আরব যাবেন পুতিন
পরবর্তি সংবাদসড়ক খুঁড়ে রাখার পাঁচ বছর, তবু পাকা হয়নি