ইমরান খানের বিতর্কিত বক্তব্য, প্রতিবাদ জানালেন মুফতি তাকী উসমানী

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বদর যুদ্ধ ও উহুদ যুদ্ধ নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেমে দ্বীন মুফতি মুহাম্মদ তাকী উসমানী।

সামাজিক যোগযোগ মাধ্যম টুইটারে দেওয়া বক্তব্যে মুফতী তাকী উসমানী বলেন, উহুদ যুদ্ধে তীরন্দাজ বাহিনীর টিলার দিক থেকে সরে যাওয়া ছিল একটি এজতেহাদী ভুল। এই ভুলের জন্যে তাদেরকে নাফরমান বলা এবং তাদের শানে লুটতরাজের শব্দ ব্যবহার করা চরম বেআদবী।

মুফতি তাকী উসমানী আরও বলেন, বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম ৩১৩জন ছাড়া সবাই ভয় পেয়ে গিয়েছিলেন- প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য চরম মূর্খতা প্রসূত।

‘বরং প্রকৃত ঘটনা হল,  হযরত কাব র. বলেন, বদর যুদ্ধের সিদ্ধান্ত এত দ্রুততার সাথে হয়েছে যে অনেক সাহাবী যুদ্ধের কথা জানতেই পারেননি,’ যোগ করেন মুফতি তাকি উসমানী।

ইমরান খানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের আরেক প্রসিদ্ধ আলেম যাহেদ রাশেদীও বক্তব্য দিয়েছেন।

ইমরান খান কি ইদানীং নেযামুদ্দিনে গেছিল না কি? সে-ও তো দেখছি 'আমির' সাবের মতো ইজতিহাদী বয়ান দিতে শুরু করেছে![ইমরান খানের ২০ সেকেন্ডের ভিডিও। কমেন্টে আছে আল্লামা তাকী উসমানির প্রতিবাদী টুইটের নিউজ লিংক আর আল্লামা যাহেদ রাশেদীর প্রতিবাদী ভিডিও লিংক]

Posted by Sharif Muhammad on Wednesday, June 12, 2019

পূর্ববর্তি সংবাদসালমান আওদার কী দোষ: ছেলের আকুতিভরা টুইট
পরবর্তি সংবাদশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণে ইয়াবা, আটক ২