মালিতে উপজাতিদের একগ্রামে বন্দুকধারীর গুলিতে শতাধিক লোক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: আফ্রিকার দেশ মালিতে উপজাতিদের একগ্রামে বন্দুকধারীর গুলিতে শতাধিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মালির রাজধানীর পাশেই সোবানোকেতে গতকাল রোববার এ ঘটনা ঘটেছে বলে খবর ‍প্রকাশ করেছে বিবিসি।

মালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত খবরে বলা হয়েছে, গতকাল রোববার দেশটির মধ্যাঞ্চলের একটি গ্রামে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে অন্তত ৯৫ জন নিহত হয়।

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ বন্দুকধারীদের এলোপাতারি গুলিতে অনেক লোক আহত হয়েছে। গণমাধ্যমটি বলছে, এর আগে মার্চ মাসে মালির ওগোসাগু-পিউল গ্রামে বন্দুকধারীদের হামলায় ১৩০ জনের বেশি লোক নিহত এবং কয়েক ডজন আহত হয়।

প্রসঙ্গত, আফ্রিকার দারিদ্র্যপীড়িত এ দেশটিতে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সক্রিয়। যারা সরকারের বিরুদ্ধে লড়াই করছে।

 

পূর্ববর্তি সংবাদপাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেফতার
পরবর্তি সংবাদঅবশেষে চাঁদ দেখতে উন্নত যন্ত্র কেনার সিদ্ধান্ত ধর্ম মন্ত্রণালয়ের