আল আকসা মসজিদ কমপ্লেক্সে জোরপূর্বক ঢুকে গেল শত শত ইহুদী

ইসলাম টাইমস ডেস্ক: শত শত ইহুদী বসতি স্থাপনকারী জোরপূর্বক জেরুজালেমের গুরুত্বপূর্ণ একটি জায়গা আল আকসা মসজিদ কমপ্লেক্সে ইসরাইলি পুলিশের ছত্রছায়ায় ঢুকে পড়েছে। জেরুজালেমের ধর্ম বিষয়ক কর্তৃপক্ষের সূত্রে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

‘ইসরাইলি পুলিশ চত্বরটির আল মুগারাবা নামক গেইট প্রায় ৩৩৪ জন ইহুদী অবৈধ বসতি স্থাপনকরীদের প্রবেশের পর লাগিয়ে দিয়েছে,’ মুসলিম ও খৃস্টানদের পবিত্র স্থান তত্ত্বাবধানকারী জর্দান ভিত্তিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ কথা বলেছে।

গত সপ্তাহে স্পর্শকাতর এ জায়গাটিতে অবৈধ বসতি স্থাপনার জন্যে রমযানের শেষ দিনটিকে তারা বেছে নেয়। এবং এটাকে কেন্দ্র করে ফিলিস্তিনী জনগণ ও ইসরাইলী পুলিশের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়।

প্রসঙ্গত, আল আকসা মসজিদ মুসলমানদের মক্কা মদীনার পর তৃতীয় পবিত্র জায়গা। এটি পূর্ব জেরুজালেমে অবস্থিত। এলাকাটি ১৯৬৭ সালে ইসরাইল আরব-ইসরাইল যুদ্ধে দখল করে নেয়। পরে ১৯৮০ সনে পুরো শহরটিকেই তারা দখল করে এবং দাবি করে, এটি তাদের ইহুদী রাষ্ট্রের ‘চিরায়ত অবিভাজ্য নগরী’।

পূর্ববর্তি সংবাদমসজিদ ভাঙ্গার দায় কি শ্রীলঙ্কা সরকার এড়াতে পারবে?
পরবর্তি সংবাদইরান ও লেবানন থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ফেরত আনা হচ্ছে