শ্রীলঙ্কার গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

ইসলাম টাইমস ডেস্ক: শ্রীলঙ্কার গোয়েন্দা প্রধান সিসিরা মেন্ডিসকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। পাশাপাশি শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিনে বোমা হামলার ঘটনায় নিরাপত্তা ত্রুটি নিয়ে সংসদীয় তদন্ত কমিটিকে সহায়তা না করারও ঘোষণা দিয়েছেন তিনি।

২১ এপ্রিলের ভয়াবহ হত্যাযজ্ঞ তদন্তে সংসদীয় বাছাই কমিটির বিরোধিতা করে শুক্রবার রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন সিরিসেনা।

ইস্টার সানডের ওই বোমা হামলায় ৪৫ জন বিদেশি নাগরিকসহ ২৫৮ জন নিহত ও আরও প্রায় ৫০০ জন আহত হন। যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে ওই হামলা এড়ানো যেত বলে গত সপ্তাহে মন্তব্য করেছিলেন সিসিরা মেন্ডিস।

দেশটির মন্ত্রিসভার একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, সংসদীয় তদন্ত কমিটির কাছে দেশটির পুলিশ, সেনা অথবা গোয়েন্দা কর্মকর্তাদের সাক্ষ্য না দেওয়ার নির্দেশ দিয়েছেন সিরিসেনা।

পূর্ববর্তি সংবাদমুন্সিগঞ্জে সড়কদুর্ঘটনায় গুরুতর আহত ‍মুফতি ইমরান হোসাইন কাসেমি
পরবর্তি সংবাদকওমী মাদরাসাগুলোতে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম