কওমী মাদরাসাগুলোতে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের  কওমি মাদরাসায়গুলোতে নতুন শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। সাধারণত বাংলাদেশে কওমি মাদরাসাগুলোতে শাওয়াল মাসের প্রথম সপ্তাহে ভর্তি শুরু হয়ে থাকে।

সকল কওমি মাদরাসার শিক্ষাবর্ষ আরবি মাস অনুযায়ী নির্ধারিত হয়। সে হিসেবে প্রতি আরবি বছরের শাওয়াল মাস থেকে শাবান মাস পর্যন্ত কওমি মাদরাসার একটি শিক্ষাবর্ষ ধরা হয়।

মাদরাসায় ভর্তিকে কেন্দ্র করে এক মাস আগ থেকেই শুরু হয়ে যায় ছাত্রদের ভর্তি প্রস্তুতি। এসময় দূর দূরান্তের মাদরাসাগুলো থেকে অনেক ছাত্র বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখার জন্য শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন।

ভালো ভালো মাদরাসায় পড়ালেখার জন্যে পূর্ব প্রস্তুতির পাশাপাশি অনেক শিক্ষার্থীকে দোয়া-কান্নাকাটি এমন কি রোযা রাখতেও দেখা যায়।

পূর্ববর্তি সংবাদশ্রীলঙ্কার গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট
পরবর্তি সংবাদমিথ্যাচার আওয়ামী লীগে পদোন্নতির একমাত্র মাপকাঠি: রিজভী