খালেদার নিরাপত্তার ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন: কাদের

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় সেখান থেকে  পেট্রোল বোমা উদ্ধারের দুই দিন পর খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন। খালেদা জিয়াকে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে সেখানে রাখা হয়েছে।”

সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। গত বৃহস্পতিবার ভোরে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে একটি পেট্রোল বোমা উদ্ধারের কথা জানায় শাহবাগ থানা পুলিশ। রাতেই বিএনপি জরুরি সংবাদ সম্মেলন দলীয় প্রধানের নিরাপত্তা জোরদারের দাবি জানায়।

এবিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আজ টেরোরিজম একটা গ্লোবাল সমস্যা। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দেশ নয়। আমারও কোনো বিচ্ছিন্ন দেশের বাসিন্দাও নই। এসব ঘটনা হতেই পারে। তবে উদ্বিগ্ন হওয়ার মত কোনো ঘটনা ঘটেনি। আমরা সতর্ক আছি, সংকিত নই।”

 

পূর্ববর্তি সংবাদদুর্নীতি ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে লাইবেরিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ
পরবর্তি সংবাদপাইলটের পাসপোর্ট বিতর্ক: ইমিগ্রেশন পুলিশের এসআই সাময়িক বরখাস্ত