যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অধ্যাপককে ইসরায়েলের হাতে তুলে দেয়ায় হামাসের নিন্দা

ইসলাম টাইমস ডেস্ক: ১১ বছর যুক্তরাষ্ট্রের কারাগারে সাজা ভোগের পর ফিলিস্তিনের এক অধ্যাপককে ইসরাইলের হাতে তুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই অধ্যাপকের নাম আবদুল হালিম আল আশকার। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আাশকারকে হামাস সংশ্লিষ্টতার অভিযোগে সাজা দিয়েছিল যুক্তরাষ্ট্র। খবর-প্রেস টিভি।

এদিকে হামাস নেতা ইসমাইল হানিহ বৃহস্পতিবার একটি প্রেস বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের অধ্যাপক আবদুল হালিম আল-আশাকারকে হস্তান্তর করার সিদ্ধান্তকে নিন্দা জানিয়েছেন। এবং এটি আন্তর্জাতিক মান ও আইন লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেছেন তিনি। খবর-জিংহুয়া নেট।

পশ্চিমতীরের উত্তরাঞ্চলীয় শহর তুলকেরামে জন্ম নেওয়া অধ্যাপক আশকার ২০০৫ সালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলেন। যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষার সহযোগী অধ্যাপক ছিলেন তিনি। হামাসের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণ করে ২০০৭ সালে তাকে ১১ বছর তিন মাসের কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের আদালত।

বিভিন্ন ফিলিস্তিনি সংবাদমাধ্যমে বুধবার প্রকাশিত খবর অনুযায়ী সাজার মেয়াদ শেষে সাবেক অধ্যাপক আশকারকে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। ওইসব খবরে বলা হয়েছে, কিছু সংখ্যক মুসলিম অ্যাকটিভিস্টের বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানানো এবং হামাসকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে তাকে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদত্রিদেশীয় সফর শেষে আগামীকাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদভারতে ধুলো ঝড়-বজ্রপাতে ১৯ জনের মৃত্যু