ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

ইসলাম টাইমস ডেস্ক: গ্রামের বাড়িতে পরিবারের সাথে ঈদ করে রাজধানী ঢাকায় ফিরছে মানুষ। ভোগান্তি যেন পোহাতে না হয় সেজন্য অনেকেই আগে ভাগে ঢাকায় ফিরছেন। তবে এখনো রাজধানীতে পুরোদমে ফিরছে নগরবাসী।

তবে ঈদের ছুটির সাথে অনেকেরই শুক্র ও শনি ছুটি রয়েছে। তাই ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়বে ৮-৯ তারিখের (জুন) দিকে।

শুক্রবার (০৭ জুন) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন টার্মিনালে দেখা যায় অল্পসংখ্যক মানুষ ঢাকায় আসছেন।

যাত্রীরা জানান, শনিবার থেকে সড়কে অনেক জ্যাম (যানজট) থাকবে। ভোগান্তিহীন যাত্রার জন্য তাড়াতাড়ি ঈদের ছুটি শেষ করে ঢাকা ফিরেছেন।

টার্মিনালে দেখা যায়, দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন প্রান্তের মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছেন। হয়রানি ও ভোগান্তি এড়াতে কেউ কেউ পরিবারের সদস্যদের ঈদের আগেই বাড়ি পাঠিয়ে দেন। তারা আবারও ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন।

পরিবহন কাউন্টারের লোকজন বলেন, আগামী ৯ তারিখ থেকে যাত্রীরা বাড়ি থেকে ফেরা শুরু করবেন। ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষদের একটা চাপ থাকবে। ঈদে সরকারি ছুটি ৯ দিন থাকায় এখনো পুরোদমে রাজধানীমুখী মানুষের ঢল শুরু হয়নি।

পূর্ববর্তি সংবাদপাকিস্তান সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
পরবর্তি সংবাদমালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত