অর্থনৈতিক অবস্থা চিন্তা করে বাজেট কমাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী

ইসলাম টাইমস ডেস্ক: অর্থনৈতিক নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য পরবর্তী অর্থবছরে তাদের জন্য বরাদ্দ কমাতে রাজি হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। খবরটি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

সেনাবাহিনীর এই উদ্যোগের সাধুবাদ জানিয়ে খান বলেন, ‘নানা দিক থেকে পাকিস্তানকে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এ অবস্থায়ও সেনাবাহিনীর এ উদ্যোগে আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ।’

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার এক টুইটে পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেন, বাজেট কমে গেলেও দেশের প্রতিরক্ষা ও সুরক্ষা ব্যবস্থায় কোনো ছাড় দেওয়া হবে না।

‘আমরা সম্ভাব্য সব ধরনের হুমকির কার্যকর জবাব দেওয়া অব্যাহত রাখব,’ বলেন আসিফ গফুর।

পাকিস্তানের সরকার আগামী ১১ জুন তাদের ২০১৯-২০ সালের বাজেট ঘোষণা করতে যাচ্ছে।

পূর্ববর্তি সংবাদদেড় কোটি নাগরিকের স্মার্টকার্ড অনিশ্চিত
পরবর্তি সংবাদইয়েমেন সঙ্কট: সৌদির প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ