ঈদের নামাজে পর মুসলিমদের মাঝে হাজির হয়েছেন মমতা

ইসলাম টাইমস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের নামাজের পর মুসলিমদের মাঝে হাজির হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

তুমুল বৃষ্টির মধ্যেই বুধবার সকালে কলকাতার রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত হয়ে সব ধর্মের ঊর্ধ্বে উঠে মানবতার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এ সময় তিনি বলেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হোক মানবতার। জয় হিন্দ, জয় বাংলা, জয় ভারত।

এর আগে মঙ্গলবার রাতেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবাইকে জানাই খুশীর ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।

টুইটে সব ধর্মের মানুষের উদ্দেশে তিনি বলেন, আসুন, বৈচিত্রের মধ্যে ঐক্যের এই ধারাকে বজায় রাখি। একতাই সম্প্রীতি- এটাই হোক আমাদের মন্ত্র।

প্রতি বছর ঈদে রেড রোডে ঈদের নামাজে হাজির হন মমতা। এবারও সেই রীতি অনুযায়ী ঈদুল ফিতরের নামাজের পর রেড রোডে হাজির হয়ে মুসলিমদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ভারতেও পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ।

পূর্ববর্তি সংবাদউপমহাদেশের সর্ববৃহৎ ‘গোর-এ শহীদ’ ঈদগাহে মুসল্লিদের স্রোত
পরবর্তি সংবাদকৃষকদের ঘরে ঈদ আনন্দ নেই: মির্জা ফখরুল