বুযুর্গদের ইতিকাফ: ইসলাহী তারাক্কীর জন্য বহু মানুষ মাদানীনগর মাদরাসায় আসেন

ইসলাম টাইমস প্রতিবেদন: রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম মাদানীনগর মাদরাসা৷ প্রতিষ্ঠালগ্ন থেকেই দীনি নানান বিষয়ের খেদমতের পাশাপাশি ইসলাহ তথা আত্মশুদ্ধির তারাক্কী ও উৎকর্ষ আমলের প্রশিক্ষণ জন্য হয়ে আসছে বিভিন্ন কার্যক্রম। তারমধ্যে বাৎসরিক ইসলাহী জোড় ও রমযানকেন্দ্রিক ইতিকাফের আমল অন্যতম৷

রমযানের ইতিকাফের কার্যক্রম জানতে মাদানীনগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা উসমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ইসলাম টাইমসকে জানান, ১৯৮৪ সালে মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে মাওলানা ইদ্রিস সন্ধিপী রহ.- ইতিকাফের আমল চালু করেন৷ এর ধারাবাহিকতায় এখনো তা চলমান৷

তিনি আরো জানান, বর্তমানে ইতিকাফকারীদের দেখভাল ও জিম্মাদার হিসেবে থাকেন মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ সাহেব। মুহতামিম সাহেবের অনুপস্থিতিতে জিম্মাদার থাকেন মাওলানা মাহমুদুল হাসান সাহেব৷

আমলের কার্যক্রম সম্পর্কে জানা যায়, প্রতিদিনের আমলের জন্য রমযানের শুরুতে মসজিদে নিযামুল আওকাত লাগিয়ে দেয়া হয়৷ সে অনুযায়ী পুরো রমযানের কার্যক্রম চলতে থাকে। যেমন, জিকির করা, তাহাজ্জুদ পড়া ও আওয়াবীনের আমল হয়৷

এছাড়াও প্রতিদিন সকাল দশটায় মাদরাসার নির্দিষ্ট কিছু উস্তাদ তাসাউফের বয়ান করেন৷ বাদ যোহর শায়খ ফয়জুল্লাহ বয়ান করেন৷ ইতিকাফে প্রায় ৪০০ লোকের জমায়েত হয়৷ তাদের মধ্যে বিভিন্ন মাদরাসার মুহাতমিম, আলেম ওলামা, সাধারণ দীনদার এবং মাদানীনগরের ফারেগীন ছাত্ররা থাকেন এবং মহিমান্বিত রমযানকে সুন্দর ও আমলী মাশগালায় অতিবাহিত করেন৷

পূর্ববর্তি সংবাদআল-আকসায় ঢুকে এবাদতরত মুসল্লিদের ওপর হামলা চালাল ইহুদীরা
পরবর্তি সংবাদবগুড়া-৬ : ফখরুলের আসনে জি এম সিরাজ