ঈদের ছুটিতে বাড়ী ফিরতে টিকেটের জন্য হাহাকার

ইসলাম টাইমস ডেস্ক: প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে গ্রামে ছুটছেন রাজধানীবাসী। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে মানুষ ঢাকা ছাড়লেও সোমবার ঈদযাত্রায় নতুন মাত্রা যোগ হয়েছে।

সরকারি বা বেসরকারি অফিসগুলোতে আজ সোমবার শেষ কর্মদিবস। তারই প্রভাব পড়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে।

সোমবার সকাল থেকেই সায়েদাবাদ বাস টার্মিনালে মানুষ আর মানুষ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না টিকিট ও বাস।

যাত্রীদের অভিযোগ, ভাড়া দ্বিগুন নেওয়া হচ্ছে। তবুও মিলছে না টিকিট।

লক্ষীপুরের ইকোনো ও নোয়াখালীর হিমাচল বাসে ৩৫০ টাকার ভাড়া ৬০০ টাকা নেওয়া হচ্ছে। অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে টিকিট কেটে দুই ঘণ্টা অপেক্ষা করেও বাস পাচ্ছেন না।

ইকোনো কাউন্টারের ম্যানেজার মমিন উল্লাহ বলেন, ঢাকা থেকে গিয়ে বাস খালি ফেরত আসতে হচ্ছে, তাই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।

নোয়াখালী যেতে ৩৫০ টাকার টিকিট ৬০০ টাকায় কেটে দুই ঘণ্টা অপেক্ষা করেও বাসের দেখা পাচ্ছে না যত্রীরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তায় যানজট নেই তবুও কৃত্রিম সংকট দেখিয়ে সবগুলো বাস ভাড়া বাড়িয়ে দিয়েছে। এই নৈরাজ্য দেখার কেউ নেই।

সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, চারদিকে শুধু ভিড় আর ভিড়। বাড়তি চাপে যান দুর্ভোগও পোহাতে হচ্ছে যাত্রীদের।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আজ সোমবার ছিল শেষ কর্মদিবস। তাই বাস টার্মিনালগুলো ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।

পূর্ববর্তি সংবাদমক্কার বুকে ভ্রাতৃত্ব ও ঐক্যের সুর: হামিদ মীর
পরবর্তি সংবাদসরকারের ওপর চাপ প্রয়োগে বিএনপি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে: কাদের