রোহিঙ্গা ইস্যুতে ওআইসির সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা সংকট মোকাবেলায় ওআইসি সদস্য দেশগুলোর সহায়তা কামনা করেছেন  । জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ সহায়তা চান।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের জেদ্দায় ওআইসির ১৪তম শীর্ষ সম্মেলন সামনে রেখে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ৩০ মে বক্তব্য রাখেন  ড. মোমেন।

বৈঠকে ড. মোমেন বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের জোর করে বাস্তুচ্যুত করা হয়েছে। বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। এই সংকট সমাধানে আমরা ওআইসির সদস্য দেশগুলোর সহায়তা চাই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের জন্য মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। রোহিঙ্গাদের অধিকার রক্ষা ও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মিয়ানমারকে বিচারের আওতায় আনার  জন্য গাম্বিয়া সরকার উদ্যোগ নিয়েছে। সে জন্য গাম্বিয়াকে সাধুবাদ জানান ড. মোমেন।

 

পূর্ববর্তি সংবাদতাফসির পরিচিতি: উপমহাদেশের লাখো আলেমের প্রিয় কিতাব তাফসীরে বয়ানুল কোরআন
পরবর্তি সংবাদবুযুর্গদের ইতিকাফ : আমল-আখলাকের তারাক্কীর জন্য যশোরের মাদানীনগর মাদরাসায় জমায়েত হন বহু মানুষ