মোদির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ইমরান খানকে

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের সাথে সেই পুরনো সম্পর্কের পথেই হাঁটবে ভারত। এমনই ইঙ্গিত আসলো দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ তালিকা থেকে। আগামী বৃহস্পতিবারের সেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে।

যদিও এর আগে, নরেন্দ্র মোদির প্রথমবারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ২০১৪ সালের সেই শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়।

তবে এবার  শুধুমাত্র বিমসটেক জোটভুক্ত দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিমসটেক জোটভুক্ত দেশগুলোর মধ্যে ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ড।

পূর্ববর্তি সংবাদঅনাদরে শেষ হতে চলেছে ইসলামী বইমেলা-২০১৯
পরবর্তি সংবাদএবার রমযানে বের হয়েছে উলামা-তুলাবাদের সাড়ে তিন হাজার দাওয়াতি জামাত