প্রধানমন্ত্রী ঈদুল ফিতর উদযাপন করবেন ফিনল্যান্ডে

ইসলাম টাইমস ডেস্ক: জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দেশের এই সফর চলাকালে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ বছর প্রধানমন্ত্রী বাংলাদেশে ঈদ করছেন না। প্রধানমন্ত্রী ঈদুল ফিতর উদযাপন করবেন ফিনল্যান্ডে।

জানা যায়, মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন তিনি। জাপান সফর শেষে সৌদি আরব এবং ফিনল্যান্ডে যাবেন প্রধানমন্ত্রী।

জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে ৫৩ সদস্যবিশিষ্ট একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।

৩০ মে প্রধানমন্ত্রী জাপান থেকে সৌদি আরব যাবেন। ৩১ মে দেশটির গুরুত্বপূর্ণ ও ধর্মীয় ঐতিহ্যবাহী শহর মক্কায় আয়োজিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। একমাত্র নারী সরকারপ্রধান হিসেবে এই সম্মেলনে অংশ নিচ্ছেন শেখ হাসিনা। সেখানে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সৌদি আরব সফর শেষে ফিনল্যান্ড যাবেন শেখ হাসিনা।

 

পূর্ববর্তি সংবাদতাপপ্রবাহ আরও দু–এক দিন অব্যাহত থাকতে পারে
পরবর্তি সংবাদরাষ্ট্রপতি যাচ্ছেন মোদির শপথ অনুষ্ঠানে