এবার ভারতে টুপি পরার অপরাধে মুসলিম যুবককে হেনস্থা

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে এবার মাথায় টুপি পরার অপরাধে এক মুসলিম যুবককে  মারধরের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে গুরুগ্রামে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রমজানের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই যুবক। মাথায় ছিল টুপি। যা দেখে গুরুগ্রামের সর্দার বাজারের কাছে বিপদে পড়েন তিনি। অভিযোগ রয়েছে , তাকে দেখেই এগিয়ে আসেন ৫-৬ জন যুবক। প্রশ্ন করে কেন এই টুপি পড়েছে? নামাজের কথা বলতেই তারা আরও রেগে যায়। এরপরই টুপিটি খুলে ফেলে তারা। হুমকি দিয়ে জানিয়ে দেয় ওই এলাকায় মাথায় টুপি পরে চলা ফেরা করা নিষেধ।

এখানেই শেষ নয়। টুপিটি ওই যুবকের মাথা থেকে খুলে নিয়ে যুবকরা তাকে থাপ্পড়ও মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গুরুগ্রামের সর্দার বাজার এলাকায়। অভিযুক্ত যুবকরা কারা সেই সন্ধানে নেমেছে পুলিশ। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ।

 

পূর্ববর্তি সংবাদঈদ উপলক্ষে এবারও তুরষ্কে তিন দিন সব ধরনের পরিবহন ফ্রি
পরবর্তি সংবাদবুযুর্গদের ইতিকাফ : জীবনের সৌরভ মিরপুরের মোল্লাহ মসজিদ