ভারতে লোকসভায় নির্বাচিত ১৫৯ জন এমপি খুন, ধর্ষণ ও অপহরণের আসামি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের সদ্য সমাপ্ত ১৭ তম লোকসভা নির্বাচনে নির্বাচিত সাংসদের মধ্যে ১৫৯ জনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়া ২৩৩ জনের বিরুদ্ধে ফোজদারি মামলা রয়েছে। যা ২০১৯ সালে নির্বাচিত এমপিদের ৪৫ শতাংশ।

রবিবার ভারতের ন্যাশনাল ইলেকশন ওয়াচ  (এনইডব্লিউ) ও অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস(এডিআর) নামের দুটি সস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

জানা যায়, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি থেকে এককভাবে নির্বাচিত ৩০৩ এমপির মধ্যে ১১৬ এবং কংগ্রেসের ৫২ এমপির মধ্যে ২৯ জনের নামের মামলা রয়েছে। বাকিরা অন্যান্য দলের।

পূর্ববর্তি সংবাদযে কোন সঙ্কটে যুদ্ধ কোনো সমাধান নয় : ইমরান খান
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিতে যাচ্ছে বিএনপি