ভারতে গরুর মাংস বহন করার অপরাধে ‘জয় শ্রীরাম’ বলে এক মুসলিম দম্পতিকে মারধর

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে মধ্যপ্রদেশের একটি গ্রামে অটোরিক্সা করে গরুর মাংস নিয়ে যাওয়ার অভিযোগে ‘জয় শ্রীরাম’ বলে এক মুসলিম দম্পতি ও আরো এক ব্যক্তিকে গাছে বেঁধে বেধড়ক মারধরের খবর পাওয়া গেছে।

এ ঘটনায় ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এক প্রত্যক্ষদর্শী মারধরের ঘটনা মোবাইল ফোনে ধারন করে।

ওই প্রত্যক্ষদর্শীর ধারন করা ভিডিও’র বরাত দিয়ে এনডিটিভি জানায় , একদল অজ্ঞাত ব্যক্তি এক নারীকে তার মাথায় স্লিপার দিয়ে মারধর করছে এছাড়া আরো দুই মুসলিম ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে ক্রমাগত পেটাতে থাকে ওই অজ্ঞাত ব্যক্তিরা।

ওই ঘটনায় অভিযুক্ত শুভম সিংহ নামের এক ব্যক্তি নিজেকে ‘রাম সেনা’ হিসেবে উল্লেখ করে তার ফেসবুকে মুসলিম দের মারার ভিডিও পোস্ট করে। অবশ্য পরবর্তীতে তা সরিয়ে নেয়।

ললিত শাকিভার নামে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, এই ঘটনায়  চার জনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ মে ২জন মুসলিম পুরুষ ও একজন নারী এক অটোরিক্সায় করে যাচ্ছিলো, পথিমধ্যে একদল ব্যক্তি তাদের অটোরিক্সায় গরুর মাংস রাখার অভিযোগে মারধর করে।

গরুর মাংস রাখার অভিযোগে ভারতে ৩ মুসলিমকে গাছে বেঁধে মারধর
পূর্ববর্তি সংবাদবান্দরবানে অপহৃত আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
পরবর্তি সংবাদসরকারের বাধার কারণেই বেগম জিয়ার মুক্তি মিলছে না: রিজভী