মাগুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২২ জন

ইসলাম টাইমস ডেস্ক: মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছে।শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার সংকোচখালি গ্রামে আওয়ামী লীগ সমর্থিত গোপালগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান রাজিব এবং মাগুরা জেলা পরিষদের সদস্য নাসিরুল ইসলাম মিলনের মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এর ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে উভয় নেতার সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। ফলে ২২জন আহত হয়।

আহতদের মধ্যে সত্তার, আবুল কাশেম, বাসার, আশরাফুল, হেলাল, আরজান, রিফাত, বক্কার, কাদের, ওলিয়ার ও মাজেদুল নামে ১১জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।

পূর্ববর্তি সংবাদভারতের গুজরাটে কোচিং সেন্টারে আগুন, ১৯ শিক্ষার্থী নিহত
পরবর্তি সংবাদউত্তপ্ত পশ্চিমবঙ্গ : বাড়িতে ঢুকে নারীদের শ্লীলতাহানি, গুলি