ধান খেতে আগুনের ছবি বাংলাদেশের নয়, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র : হানিফ

ইসলাম টাইমস ডেস্ক: ধান খেতে আগুন লাগার ঘটনা বাংলাদেশের নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র এখনো থামেনি। সুযোগ পেলেই তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

ফেসবুকে ধানের খেতে আগুনের ছবি দেওয়া হয়। বলা হয় বগুড়ায় ধানের খেতে আগুন দেওয়া হয়েছে। আমরা খবর নিয়েছি বগুড়ায় আগুন দেওয়া হয়নি। ভারতের পাঞ্জাবে ধান খেতে আগুন লেগেছিল। ওই দেশের সরকার সেটা নেভানোর চেষ্টা করেছিল।

উদ্দেশ্যমূলকভাবে সেই ছবি বগুড়ায় ধান খেতে আগুন বলে প্রচার করা হচ্ছে। গতকাল দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও নারীর অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ : শেখ হাসিনার অবদান’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

অধ্যাপক সুলতানা সফির সভাপতিত্বে সেমিনারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রমুখ বক্তব্য দেন।

 

পূর্ববর্তি সংবাদখালেদা জিয়াকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে : ফখরুল
পরবর্তি সংবাদরমযানে অপ্রয়োজনে মার্কেটে সময় কাটানো: যা বলছেন ইসলামি চিন্তাবিদরা