ঈদে সারাদেশের নিরাপত্তা জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: আসন্ন ঈদ উপলক্ষে সারাদেশের নিরাপত্তা জোরদার করা হবে। ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট বসানো হবে। এছাড়া ঈদের সময় পেশাদার চালক ছাড়া অন্য কাউকে রাজধানীতে গাড়ি চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদে জননিরাপত্তা  সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সন্ত্রাসী হামলার আশঙ্কা আছে কিনা-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গোয়েন্দারা তৎপর রয়েছে।  আশা করছি ঈদ সুন্দরভাবে পালিত হবে। ঈদের সময় ঢাকায় বাড়তি নিরাপত্তাসহ টহল জোরদার করা হবে।’

তিনি বলেন,  শ্রমিকদের পাওনা বেতন বোনাস ঈদের আগে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।  যাতে এ নিয়ে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

পরিবহনের বাড়তি ভাড়া নেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘লঞ্চ, বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিশেষ রেলের পাশাপাশি, বিআরটিসি’র বিশেষ বাসও চলবে।’

পূর্ববর্তি সংবাদমুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে সরকারি চাকরি!
পরবর্তি সংবাদমাসে ৩৫ হাজার টাকা ভাতা চান মুক্তিযোদ্ধারা