বেফাকের পরীক্ষার ফলাফল ২৫ রমযান, দাওরার ফলাফল শাওয়ালের শেষ সপ্তাহে

ইসলাম টাইমস ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪২ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আগামী ২৫ রমযান প্রকাশ করা হতে পারে।

বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফের সাথে যোগাযোগ করলে তিনি ইসলাম টাইমসকে এ তথ্য জানান।

প্রশ্নফাঁসের কারণে প্রথম ধাপে বাতিল হওয়া মেশকাত জামাতের পরীক্ষার ফলাফলও ২৫ রমযান দেওয়া হবে কি না জানতে চাইলে মুফতি আবু ইউসুফ বলেন, আমরা চেষ্টা করছি সব জামাতের পরীক্ষার ফলাফল একসাথে দেওয়ার। দুই-তিনদিনের মধ্যেই খাতা নিরীক্ষণের প্রথম ধাপের কাজ শেষ হবে। আরো কয়েক ধাপের কাজ শেষে আগামী ২৫ রমযান আমরা ফলাফল প্রকাশ করতে পারব বলে আশা করি।

উল্লেখ্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে ইবতেদায়ী, মুতাওয়াসসিতা, ছানাবিয়ে উলয়া ও ফজিলত এই চার মারহালায় ৪২ তম কেন্দ্রীয় পরীক্ষা এ বছর শাবান মাসে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষাবোর্ড হাইয়াতুল উলয়ার অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীসের তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল শাওয়ালের শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে বলে হাইয়াতুল উলয়ার পরীক্ষা বিষয়ক দফতর থেকে ইসলাম টাইমসকে বলা হয়েছে।

হাইয়ার পরীক্ষা বিষয়ক দফতরে কথা বলে জানা গেছে, খাতা দেখার কাজ চলছে। কিছুদিনের মধ্যেই নিরীক্ষণের জন্য খাতা জমা করা হবে।

পূর্ববর্তি সংবাদধানের দাম বাড়ানোর সুযোগ নেই : কৃষিমন্ত্রী
পরবর্তি সংবাদতাফসির পরিচিতি: সাহিত্যবোদ্ধা কোরআনপ্রেমীদের প্রিয় গ্রন্থ ‘তাফসীরে আবুস সাঊদ’