বুযুর্গদের ইতিকাফ: আলেমদের পদচারণায় মুখরিত চাঁদপুরের ফুলছোঁয়া মাদরাসা

আবু দারদা ।।

মহান আল্লাহ তায়ালার বিশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের বারিধারায় বিধৌত হয়ে পাপের পঙ্কিলতা থেকে পরিচ্ছন্ন ও শুদ্ধ হওয়ার মাস রমযান। পবিত্র রমযানের প্রতি দিবারাত্রিতে পাপ থেকে আবিলতামুক্ত হওয়ার মহৎ ও মহা আয়োজন করে দিয়েছেন দয়াময় রাব্বুল আলামীন। সেই আয়োজনকে যথাযথভাবে ফলপ্রসূ করার লক্ষ্যে বুযুর্গানে দ্বীন তাদের ভক্ত-মুরীদানদের নিয়ে রমযানে বিশেষ মজলিস করেন। যে মজলিসে ঈমান ও আমলের পাশাপাশি একজন সফল মুমিন হওয়ার প্রশিক্ষণ হয়। এবং বহু মানুষ উপকৃত হন৷

জামিয়া কোরআনিয়া এমদাদুল উলুম মাদরাসা, ফুলছোঁয়া, বাকিলা, হাজীগঞ্জ, চাঁদপুর। মাদরাসার প্রতিষ্ঠাতা, পরিচালক; রাজধানী ঢাকার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদের প্রধান মুফতি আল্লামা আবু সাঈদ সাহেব। বিশিষ্ট খলীফা, শাহ সুলতান আহমাদ নানুপুরী রহ.। এই মহান বুযুর্গের হাতেগড়া শিক্ষা প্রতিষ্ঠান ‘ফুলছোঁয়া মাদরাসায়’ বছরের নানান সময় নানান রকম দ্বীনি মজলিস কায়েম হয়। এই মজলিসে শামিল হয়ে আলেম-ওলামাসহ বহু সাধারণ মানুষ আত্মিক উৎকর্ষ ও রূহানী তারাক্কী হাসিল করেন৷

রমযানে মাসব্যাপী ইতিকাফের আমলী কার্যক্রম জানতে চাঁদপুরের হাজীগঞ্জ বড় মসজিদের খতীব মুফতী আব্দুর রউফ সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি ইসলাম টাইমসকে জানান, মুফতি আবু সাঈদ সাহেব আমার উস্তাদ ও শায়খ। দীর্ঘদিন যাবত আমি হুজুরের কাছ থেকে উপকৃত হয়ে আসছি৷ ফুলছোঁয়া মাদরাসায় সাপ্তাহিক, মাসিকসহ বিভিন্ন সময় ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়। বিশেষ করে রমযানে মুফতি সাহেবের থাকাকে কেন্দ্র করে ফুলছোঁয়া অনেক লোকের আগমন ঘটে।

তিনি আরো জানান, মুফতি আবু সাঈদ সাহেব চার বছর যাবত রমযান মাস ফুলছোঁয়া মাদরাসায় কাটান৷ এবং প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত তিনি তালীম করেন৷ বাদ জোহর আলেমদের সাথে মাসআলা মাসায়েলের আলোচনা পর্যালোচনা হয়। বাদ আছর মুফতি সাহেবের ছেলে মাওলানা নেয়ামত উল্লাহ কিতাবী তালিম করেন।

মুফতি আব্দুর রউফ বলেন, চাঁদপুরে মুফতি আবু সাঈদ সাহেবের প্রতিটি ইসলাহী মজলিসে সাধারণ লোকদের পাশাপাশি অনেক আলেম ওলামাদের সমাবেশ হয়৷ রমযানে হয় মাসব্যাপী ইতিকাফের আমল। বিশেষ করে রমযানের শেষ দশকের সুন্নাত ইতিকাফে দুই শতাধিক ভক্ত-মুরীদানের জমায়েতে ফুলছোঁয়া মাদরাসার মসজিদ থাকে মুখরিত৷

পূর্ববর্তি সংবাদপিকআপের ধাক্কায় মায়ের কোলেই প্রাণ গেল শিশুর
পরবর্তি সংবাদঢাকায় ‘কালবৈশাখী’ ঝড়ে নিহত ৪