বাসের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই কাউন্টারে উপচে পড়া ভিড়

ইসলাম টাইমস ডেস্ক: আজ শুক্রবার সকাল থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনেই টিকিট সংগ্রহ করতে আসা ব্যক্তিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে বাস কাউন্টারগুলোতে । ভোর রাত থেকেই অনেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টিকিটের জন্য।

রাজধানীর গাবতলী ও আশপাশের এলাকার কাউন্টার থেকে সকাল ৬টায় টিকিট বিক্রি শুরু হয়। আজ শুক্রবার ৩০ মের টিকিট বিক্রি হচ্ছে।

এর আগে ৯ মে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনভুক্ত বাস কোম্পানিগুলোর মালিকদের এক বৈঠকে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়।

অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে জানান, ৫ বা ৬ জুন ঈদের দিন ধরে অগ্রিম টিকিট দিচ্ছি ৩০ মে থেকে। যা ১৭ মে সকাল ৬টা থেকে বিক্রি করা শুরু।

রমেশ চন্দ্র ঘোষ আরও বলেন, এবার গরম ও প্রচণ্ড রোদে যাতে কাউন্টারে আসা টিকিটপ্রত্যাশীরা ভোগান্তিতে না পড়েন, সে জন্য শামিয়ানা বা বিকল্প ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে সেজন্য দূরত্ব অনুযায়ী ভাড়ার চার্ট টাঙিয়ে দিতে বলা হয়েছে বাস কোম্পানিগুলোকে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন প্রমাণ সাপেক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তি সংবাদযেভাবে দখলমুক্ত হল চট্টগ্রামের ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসা
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৪তম ওআইসি সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান সৌদি বাদশাহর