গঙ্গা-পদ্মার পানি সংকটের বিষয় আন্তর্জাতিক ফোরামে তোলার দাবি

ইসলাম টাইমস ডেস্ক: ফরাক্কা বাঁধের করণে পদ্মায়-গঙ্গায় পানি প্রবাহ কমার ফলে ভয়াবহ বির্যয়ের সম্মুখিন হবে বাংলাদেশ।তাই পানি সংকটের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তোলতে হবে।

নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ-এর উদ্যোগে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট নদী গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ও জাতীয় নদী কমিশনের সদস্য সাজেদুর রহমান।

বক্তারা বলেন, এযাবত দ্বিপাক্ষিক চুক্তিতে যেহেতু গঙ্গার নায্য হিস্যা বাংলাদেশ বুঝে পাচ্ছে না, সেহেতু এটি বিশ্ব সংস্থায় উত্থাপনের কোন বিকল্প দেখা যাচ্ছে না।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন-আরইউজে সভাপতি সাংবাদিক সরদার আবদুর রহমান।এতে তিনি গঙ্গার উপর ভারতের অসংখ্য বাঁধ-ব্যারেজ নির্মাণ করে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত রাখার এবং গঙ্গার ব্যাপক দূষণের বিবরণ তুলে ধরেন। এসব বাঁধ-ব্যারেজ অপসারণ করে গঙ্গার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

পূর্ববর্তি সংবাদ‘স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতি করেছি, কখনো পদ নিয়ে চিন্তা করিনি’
পরবর্তি সংবাদমুন্সীগঞ্জে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরমানের মৃত্যু