বাংলাদেশে হামলার পরিকল্পনাকারী সন্দেহে কসবায় অস্ত্রসহ চার ভারতীয় নাগরিক আটক

ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে অস্ত্র ও গোলা বারুদসহ ৪ ভারতীয় নাগরিককে গ্রেফতার করার খবর জানা গেছে।

অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম বাংলাদেশ টু ডেসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যম থেকে পাওয়া তথ্যমতে,  সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগে চার ভারতীয় হিন্দু নাগরিককে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল করিম বলেছেন, গত কয়েকদিন ধরে কুটি বাজারের ‘মা প্লাজা’র ‘আলিফ হোটেলে’র ওপরে তিনতলার কক্ষে একসঙ্গে ছয়জন অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই, ওই কক্ষে অবস্থাকারীদের মধ্যে অস্ত্রসহ কয়েকজন ভারতীয় নাগরিক রয়েছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি, দুটি পাইপগান, দুটি কার্তুজ, দুটি ওয়াকিটকি, পাঁচ লিটার পেট্রোল, চার্জার, রেইনকোট ও হ্যান্ড গ্লাভসসহ বেশ কিছু জিনিস উদ্ধার করার কথা জানা যায়।

পূর্ববর্তি সংবাদমিরপুরে চালু হলো মাবিঈ শপ-এর প্রথম অফলাইন শোরুম
পরবর্তি সংবাদবিজেপির ফের ক্ষমতায় আসা নিয়ে আতঙ্কে ভারতীয় মুসলিমরা