‘দিদি’ ডাকায় ব্যবসায়ীকে গালি দিয়ে মাছের ঝুড়িতে এসিল্যান্ডের লাথি!

4 SYLHET

ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব বাজার ডাক বাংলোর সামনে ‘দিদি’ ডাকায় লাথি দিয়ে ব্যবসায়ীর মাছের ঝুড়ি ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকারের বিরুদ্ধে।

রবিবার (১২ মে) সকালে এই ঘটনা ঘটে এবং সোমবার বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে উপস্থাপন করা হয়।

ভুক্তভোগী মাছ ব্যবসায়ী লায়েক আহমেদ বলেন, “পূর্ব বাজার ডাক বাংলোর সামনে বাজার বসানোর নিয়ম না থাকলেও ব্যবসায়ীরা আগে থেকেই সকালে সেখানে মাছ বিক্রি করে আসছিলেন। ওইদিন সকাল ১০টার দিকে এসিল্যান্ড ডাক বাংলোর সামনে এসে মাছের বাজার সরাতে বলেন। সেসময় তাকে বলি যে- ‘সরাচ্ছি দিদি।’ এরপর তিনি ক্ষেপে গিয়ে বলেন, ‘দিদি বললি কেন?’ তিনি ইংরেজিতে গালি দেন এবং মাছের ঝুড়িতে লাথি দিলে ঝুড়িটি পাশের ড্রেনে পড়ে যায়।

এ ঘটনায় মাছ ব্যবসায়ীরা সবাই ক্ষুব্ধ হন। পরের দিন ব্যবসায়ীদের পক্ষ থেকে উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠকে অভিযোগ করেন ব্যবসায়ী হাছান মিয়া।’’

বুধবার (১৫ মে) ফেঞ্চুগঞ্জ উপজেলার ওসি আবুল বশার মো. বদিউজ্জামান বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে এ বিষয়ে আর কোনো কথা বলতে রাজি হননি তিনি।

এই ঘটনার পর এসিল্যান্ড সঞ্চিতা কর্মকার স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ঘটনাটি ঠিক হয়নি। আমি এই বিষয়ে দুঃখ প্রকাশ করবো।

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, এরপর তিনি আর কারও সঙ্গে যোগাযোগ করেননি।

পূর্ববর্তি সংবাদঈদের আগে পরে সাতদিন পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে: খালিদ মাহমুদ
পরবর্তি সংবাদতাফসির পরিচিতি: রেওয়ায়েত ভিত্তিক তাফসিরের অনন্য উদাহরণ ‘তাফসীরে ইবনে কাসীর’