টেকনাফে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত ইয়াবা কারবারি সিরাজ মিয়া নিহত হয়েছে।  অভিযানের সময় ঘটনাস্থল থেকে  তল্লাশি করে  ৫০ হাজার ইয়াবা, ১টি দেশিয় তৈরী বন্দুক, একটি চাইনিজ পিস্তল ও ৬৫টি গুলি  জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদী সংলগ্ন বেড়িবাঁধের ৪ নম্বর স্লুইচ গেট এলাকার আচারবনিয়া লবণ মাঠে এ ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া সাবরাং ইউনিয়নের আচারবনিয়া এলাকার ফজল আহমদের ছেলে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল খান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দুকযুদ্ধে পুলিশ ও বিজিবির দুইজন করে মোট চার সদস্য আহত হন। এসময় অস্ত্রধারীদের সঙ্গে পুলিশের ৫ থেকে ৭ মিনিট গুলিবিনিময় হয়। একসময় চোরাকারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ সিরাজকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

 

পূর্ববর্তি সংবাদমুসলমানদের দেশ ছাড়া করার ফের ঘোষণা মোদির
পরবর্তি সংবাদকাশ্মীরে স্বাধীনতাকামীদের সাথে বন্দুকযুদ্ধে ভারতীয় সৈন্যসহ নিহত ৪