সাহরি, ইফতারের সময় বাসচালকদের বিরতি দেওয়ার আহ্বান মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর

ইসলাম টাইমস ডেস্ক: বাসের নিচে ফেলে দিয়ে বনানীতে একজন রোযাদারকে নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাসচালকদের  প্রতি সাহরি, ইফতার ও নামাযের সময় বিরতি দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর হাফেজ মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

গতকাল (১৩ মে) সোমবার দুপুরে জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদরাসার মিলনায়তনে এক আলোচনাসভায়  প্রধান অতিথির বক্তব্যে চালকদের প্রতি তিনি এ আহ্বান জানান।

খেলাফত আন্দোলনের আমীর বলেন, শুধু রোযাদার নয় যেকোনো যাত্রী তার প্রাণ বাঁচাতে পানি ইত্যাদি ক্রয়ের জন্য বাস থামানোর অনুরোধ করতে পারে। এজন্য তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাসের চাক্কায় পিষ্ট করে হত্যা করা জঘণ্য ও বর্বরতম অপরাধ।

বনানীর নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত চালক ও হেল্পারদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়ে মাওলানা আতাউল্লাহ বলেন, রমজান মাসে রোযাদারদের ইফতারীর জন্য এবং সারা বছর নামাজের সময় দূরপাল্লার সকল বাসগুলোকে কমপক্ষে ১০ মিনিট বিরতি দেয়া হোক।

পূর্ববর্তি সংবাদফের বাংলাদেশি শ্রমিক নেয়ার আশ্বাস মালয়েশিয়ার
পরবর্তি সংবাদপীযুষকে গ্রেফতারের দাবিতে ইসলামী ঐক্যজোটের কর্মসূচি ঘোষণা