পানি পরীক্ষা করতে ব্যর্থ হওয়ায় ওয়াসার প্রতি হাইকোর্টের ক্ষোভ প্রকাশ

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকার পানি পরীক্ষা করতে আদালতের দেয়া নির্দেশ পালনে ব্যর্থ হওয়ায় ওয়াসার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পানি পরীক্ষায় ঢাকা ওয়াসার যে অর্থ খরচ হবে, তা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আগামী বুধবারের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার পানি দূষণ সংক্রান্ত এক রিটের শুনানিকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

 

পূর্ববর্তি সংবাদগণতন্ত্র ফিরিয়ে আনতে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন ড. কামাল হোসেন
পরবর্তি সংবাদমূল্য কমে যাওয়ায় নিজের ধান ক্ষেতে নিজেই আগুন দিলেন কৃষক