শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা!

ইসলাম টাইমস ডেস্ক:  রবিবার বিকেল থেকে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে এবং সোমবার (১৩ মে) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

আবহাওয়া অধিদফতরের এ কর্মকর্তা আরো জানান, নোয়াখালী ও দিনাজপুর অঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

তাপমাত্রা পরিস্থিতি নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর পশ্চিমাংশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

পূর্ববর্তি সংবাদইতালির রোমে মসজিদ বন্ধের প্রতিবাদে প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা
পরবর্তি সংবাদতানিয়া, নির্মমতার নিষ্ঠুর শিকার