মিয়ানমারে দুর্ঘটনা কবলিত বিমান যাত্রীদের কোনো অভিযোগ নেই: বিমান প্রতিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে দুর্ঘটনাকবলিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের যাত্রীদের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

ওই দুর্ঘটনায় আহত ১০ জন শুক্রবার রাতে দেশে ফেরার পর তাদের সঙ্গে কথা বলে এ কথা জানান তিনি।

মাহবুব আলী বলেন, ‘দুর্ঘটনায় পড়া বিমানের পাইলটসহ কতিপয় যাত্রী আহত হন। প্রধানমন্ত্রী বিদেশ থেকে খোঁজখবর নিয়েছেন। সার্বক্ষণিক আমরা উনাকে এ বিষয়ে অবগত করেছি। যেদিন দুর্ঘটনা ঘটে সেদিনও বাংলাদেশ থেকে মিয়ানমারে একটি বিশেষ বিমান পাঠানো হয়েছিল।’

লিজে আনা দুর্ঘটনা কবলিত বিমানটি ব্যবহার করা যাবে কিনা- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, তদন্তের পর সেটি বলা যাবে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাব্বির হোসেন, বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন।

এদিকে মিয়ানমারের দুর্ঘটনা তদন্তে কমিটি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৯ মে বিমানের চিফ অব ফ্লাইট সেফটি শোয়েব চৌধুরীকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদবুযুর্গদের ইতিকাফ: নানুপুরে চলছে ৪০ দিনের ইসলাহী মজলিস
পরবর্তি সংবাদইসলামফোবিয়া: ভারতে নির্বাচনে জয়ের একটি হাতিয়ার