দেশের গণতন্ত্রের স্বার্থে খালেদা জিয়াকে জামিন দেওয়া দরকার: ডা. জাফরুল্লাহ

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রের স্বার্থে জামিন দেওয়া দরকার। খালেদাকে মুক্তি দিলে দেশে গণতন্ত্র ফি‌রে আস‌বে, দে‌শে শা‌ন্তি ফি‌রে আস‌বে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সভাপ‌তির বক্তব্য ডা. জাফরুল্লাহ এসব কথা ব‌লেন।

এসময়  জাফরুল্লাহ বলেন, বাংলাদেশ এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে খুন, গুম হত্যা, ধর্ষণ অহরহ চলছে। স্কুলের ছাত্রীরা এমনকি মাদরাসাছাত্রীরাও রাস্তাঘাটে চলতে পারছে না। আমরা নিরাপদে নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারি না। গাড়ি এসে চাপা দিয়ে যায়। এর থে‌কে দে‌শের জনগণ মু‌ক্তি চায়। একটু শা‌ন্তি‌তে নিরাপ‌দে রাস্তায় চল‌তে চায় মানুষ।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি ব‌লেন, আপনি বলেছেন বিদেশে চিকিৎসা নেবেন না। দেশে চিকিৎসা নেবেন এবং ১০ টাকা দিয়ে টিকিট কেটেছি‌লেন। কিন্তু চোখের অপারেশনের জন্য বিদেশে গেলেন। আশা করি আপনার চোখ ভালো হয়ে যাবে। তবে বিদেশে যে অপারেশন করলেন সে অপারেশন বাংলাদেশেও করানো যেত। আসলে কেউ কথা দিয়ে কথা রাখে না।

 

পূর্ববর্তি সংবাদপূর্বাভাস: চলছে মাঝারি তাপপ্রবাহ, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতেও পারে
পরবর্তি সংবাদরোযাদারকে ভুলে পানাহার করতে দেখলে তাকে কি বারণ করতে হবে?