কুরআনের নেয়ামতের যথাযথ কদর করা উচিত: মাওলানা আব্দুল মালেক

ইসলাম টাইমস ডেস্ক: কুরআনের নেয়ামতের শোকর আদায় হিসেবে আল্লাহ তায়ালা রমযান মাস দিয়েছেন। যে রমযান মাস পেলো তাকে অবশ্যই  পুরো মাসের রোযা রাখতে হবে এবং কুরআনের হক যথাযথ আদায় করে নেয়ামতের পুরোপুরি কদর করতে হবে।

আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় মারকাযুদ দাওয়াহ-এর পল্লবী প্রাঙ্গণে মাসিক দ্বীনি মাহফিলের আলোচনায় মারকাযের আমিনুত তালীম বিশিষ্ট হাদীস বিশারদ মাওলানা আব্দুল মালেক এসব কথা বলেন৷

আলোচনায় মাওলানা আব্দুল মালেক বলেন, রমযানের রোযা ফরজ হয়েছে কুরআনের নেয়ামত হিসেবে। সুতরাং এই নেয়ামতের শোকর আদায় করা সবার উপর ফরজ৷ শোকরের বিভিন্ন প্রকার ও বিভিন্ন স্তর রয়েছে। কিছু শোকর আদায় ফরজ কিছু সুন্নত৷

যে নেয়ামতের শোকর আদায়ের জন্য রোযা ফরজ করা হল, সে নেয়ামতের কি পরিমাণ কদর করতে হবে। কীভাবে সে নেয়ামতের কদর করা যায় সে প্রসঙ্গ খোলাসা করতে তিনি বলেন, কুরআনের শোকর আদায় হবে কুরআনের প্রতি ঈমান আনার মধ্যমে। কুরআন তেলাওয়াতের মাধ্যমে। কুরআন মোতাবেক জিন্দেগি গড়ার মাধ্যমে। কুরআন মোতাবেক চলার মাধ্যমে। কুরআনের হেদায়েতের প্রতি মানুষকে দাওয়াত দেয়ার মাধ্যমে। কুরআন এবং সুন্নাহকে হকের মাপকাঠি হিসেবে গ্রহণ করার মাধ্যমে। এই কাজগুলো করার মাধ্যমে কুরআনের নেয়ামতের কদর করা হবে।

তিনি আরো বলেন, কুরআন তেলাওয়াত করার মাধ্যমে শোকর আদায় করতে হলে সর্বপ্রথম সহীহ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিখতে হবে। বাংলা উচ্চারণ দেখে কুরআন তেলাওয়াতে কোনো লাভ নেই উল্লেখ করে তিনি বলেন বাংলা উচ্চারণ দেখে কুরআন তেলাওয়াতের দ্বারা গোনাহ  হওয়ার সম্ভাবনা রয়েছে।

কুরআনের হকের ব্যাপারে মাওলানা আব্দুল মালেক বলেন, কুরআনের অনেক হকের মধ্যে একটা হলো শুদ্ধ করে তেলাওয়াত করা৷ বাচ্চা বয়সে যখন কুরআন তেলাওয়াত শিখা হয় না এখন বৃদ্ধ বয়সে শিখতে হবে। বৃদ্ধ বয়সে কুরআন শেখা যেমন কঠিন তেমনি সওয়ার ও অনেক বেশী৷ তবে, এই শেখা অবস্থায় ভুল হলেও তা সওয়াবের অন্তর্ভুক্ত হবে৷

 

পূর্ববর্তি সংবাদব্রিটিশ হাইকমিশনার বললেন, ‘রোহিঙ্গারা বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি’
পরবর্তি সংবাদতাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও পাঁচ দিন