কুরআন অনুযায়ী কাজ করে দেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে: খামেনি

ইসলাম টাইমস ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪০ বছরে পবিত্র কোরআনের দিক-নির্দেশনা অনুযায়ী কাজ করা এবং পাশ্চাত্যের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে তার দেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি সম্ভব হয়েছে। পবিত্র রমজানের শুরুতে গত সোমবার সন্ধ্যায় পবিত্র কোরআন তেলাওয়াতের এক ধর্মীয় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

খামেনি বলেন, বিশ্ব মানবতা বিশেষ করে মুসলিম দেশগুলোর জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন কোরআনের শিক্ষা উপলব্ধি করে তা দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা।

তিনি আরো বলেন, এই কোরআনের শিক্ষা অনুযায়ী সাম্রাজ্যবাদী, কাফের ও শয়তানি শক্তিগুলোর ষড়যন্ত্র ও আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মুসলিম বিশ্বের বর্তমান সমস্যা ও সংকটের প্রধান কারণ কোরআনে কারিমের শিক্ষা না জানা এবং সে অনুযায়ী আমল না করা।

সোমবারের অনুষ্ঠানে ইরানের বিশিষ্ট ক্বারীদের পাশাপাশি শিক্ষানবিশ ক্বারী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদবায়তুল মোকাররমে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা
পরবর্তি সংবাদমুখ ভরে বমি করলে কি রোযা ভেঙ্গে যায়?