রমযানের মাহাত্ম রক্ষার্থে আরব আমিরাতে বিশেষ আইন

ইসলাম টাইমস ডেস্ক: রমযানের মাহাত্ম রক্ষার্থে প্রকাশ্যে কেউ খাবার গ্রহণ ও পানি পান করলে শাস্তি হিসেবে জেল ও জরিমানার আইন পাস করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। আগামীকাল সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হচ্ছে রোজা।

এছাড়াও  রমযান উপলক্ষে তিন হাজারের বেশি বন্দিকে মুক্তি দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কারাগারে ভালো আচরণের পুরস্কার হিসেবে দেশটির বিভিন্ন কারাগারে থাকা এ বন্দিদের মুক্তির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। সূত্র: খালিজ টাইমস

আরব আমিরাতের পেনাল কোড অনুযায়ী, রোজার সময় কোনও ব্যক্তি প্রকাশ্যে খাবার খেলে বা পানি পান করলে অথবা কাউকে খেতে উৎসাহ যোগালে শাস্তি হিসেবে এক মাসের জেল এবং জরিমানা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার টাকা দিতে হবে।

এছাড়া আমিরাতে রমজান মাস চলাকালীন কোনও দোকান কাউকে খেতে উৎসাহ দিলে শাস্তিস্বরূপ এক মাসের  জন্য সেই দোকান বন্ধ করে দেয়া হবে। সেই সঙ্গে রমজান মাসে কেউ ভিক্ষা করলেও তাকে জেলে যেতে হবে বলে খবরে বলা হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদহত্যার হুমকিপ্রাপ্তদের বিশেষ নিরাপত্তা প্রদান করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদময়মনসিংহ সিটি নির্বাচন; মসজিদে মহিলা ভোট কেন্দ্র!