ঘূর্ণিঝড়ে সারাদেশে ১৮ জনের মৃত্যু, ভেঙ্গেছে পাঁচ শতাধিক ঘরবাড়ি

ইসলাম টাইমস ডেস্ক: ঘূর্ণিঝড় ফনির প্রভাবে সৃষ্ট ঝড়, বজ্রপাতে ও বিদ্যুস্পৃষ্ট হয়ে সারাদেশে নারী শিশুসহ প্রায় ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এছাড়াও বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ভেঙ্গেছে পাঁচ শতাধিক। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া তথ্য থেকে এসব খবর জানা যায়।

শুক্রবার ও শনিবার খুলনা, বরগুনা, বাগেরহাট, চাঁদপুর, নোয়াখালী,ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোণাসহ আশপাশের বিভিন্ন এলাকায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

এছাড়াও জলোচ্ছাসে উপকূলীয় এলাকার বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি, ফসলী জমি।

বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় ফণী ওড়িশা , পশ্চিমবঙ্গ হয়ে গতকাল সন্ধ্যা থেকে বাংলাদেশে আঘাত হানে। বর্তমানে পাবনা টাঙ্গাইলের দিকে অবস্থান করছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে, আজ সন্ধ্যার মধ্যে ঝড় কমে যাবে। তবে ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট নিম্নচাপ তাকবে কয়েকদিন পর্যন্ত।

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্র নয়, রাশিয়া থেকে এসইউ-৫৭ যুদ্ধবিমান নিচ্ছে তুরস্ক
পরবর্তি সংবাদনোয়াখালীতে খতীবকে বরখাস্তের প্রতিবাদে করা মিছিলে পুলিশের গুলি, আহত ১০