গাজাসীমান্তে বিক্ষোভকালে ইসরাইলের বিমান হামলা, ৪ ফিলিস্তিনী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: গাজাসীমান্তে বিক্ষোভকালে গুলি চালিয়ে দুই নিরস্ত্র প্রতিবাদীকে হত্যা করাসহ বিক্ষোভে বিমান হামলা করে আরও দুই ফিলিস্তিনি হত্যা করেছে ইসরাইলি বাহিনী।  গার্ডিয়ান।

 

হামাস জানিয়েছে, গাজার মধ্যস্থলে তাদের অবস্থানে ইসরাইলি বোমা হামলায় তাদের দুই যোদ্ধা নিহত ও তিনজন আহত হয়েছেন।

পরবর্তীতে ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে সীমান্ত বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে দুজন নিহত হন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার সীমান্ত বরাবর বিক্ষোভে প্রায় সাড়ে পাঁচ হাজার ফিলিস্তিনি অংশ নিয়েছেন।

বিক্ষোভকারীরা উপত্যকাটিতে মিসর ও ইসরাইলের এক দশকের অবরোধ উঠিয়ে নেয়ার দাবি জানিয়ে আসছেন।

১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় ইহুদি স্নাইপারদের হত্যাযজ্ঞের মুখে কয়েক লাখ ফিলিস্তিনি নিজেদের বসতবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবির বিক্ষোভে এ পর্যন্ত ইসরাইলি গুলিতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। গত বছরের ৩০ মার্চ এ বিক্ষোভ শুরু হয়।

পূর্ববর্তি সংবাদ‘ফণী’ এখন যশোর পেরিয়ে রাজবাড়ীতে
পরবর্তি সংবাদফণীর প্রভাবে উপকূলের বেড়িবাঁধ ভেঙে অনেক এলাকা প্লাবিত