শপথগ্রহণের সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই : গয়েশ্বর

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির জনপ্রতিনিধিদের সংসদে গিয়ে শপথগ্রহণের সঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করেন জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় নেতারা।

গয়েশ্বর রায় বলেন, যারা সংসদে যোগ দিয়েছেন, তারা জনগণের চাপে নাকি সরকারের চাপে যোগ দিয়েছেন- এ নিয়ে প্রশ্ন রয়েছে। তবে তাদের শপথের সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই।

সরকারের সঙ্গে বিএনপির কোনো আপস হয়নি উল্লেখ করে গয়েশ্বর বলেন, সরকারের সঙ্গে সমঝোতা করলে খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হতো না।

তিনি বলেন, জনগণ ও বিশ্বের কাছে হেয়প্রতিপন্ন করতে সরকারের ইচ্ছাতেই খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে সরকার নতুন করে ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, লন্ডনে সফররত সরকারপ্রধানের কথায় এটি স্পষ্ট যে তারেক রহমানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র হচ্ছে।

 

পূর্ববর্তি সংবাদঘূর্ণিঝড় ফণীর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের সব পরীক্ষা স্থগিত
পরবর্তি সংবাদদুর্যোগের সময় দলের নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন এরশাদ