পরীক্ষায় নকল করায় ঢাবির অর্ধশতাধিক শিক্ষার্থী বহিষ্কার

ইসলাম টাইমস ডেস্ক: পরীক্ষায় নকল করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং এর অধিভুক্ত প্রতিষ্ঠানের ৫২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের ফেল করানোয় বাংলাদেশ মেডিকেল কলেজের চার শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবেন অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় বহিষ্কারাদেশের এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

ঢাকা বিশ্ববিদ্যলয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরীায় অসদুপায় অবলম্বন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িত থাকায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প মেডিকেল কলেজসহ অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীও রয়েছেন।

এর আগে ৫২ জনকে বহিষ্কারের সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ (ডিবি)।

এছাড়া বাংলাদেশ মেডিকেল কলেজের চার শিক্ষকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীকে ফেল করানোর জন্য ট্যাবুলেশন শিটে কম নম্বর দেওয়ার অভিযোগ আসে। তাদেরও ডিবির সভায় দুই থেকে তিন বছরের পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।

পূর্ববর্তি সংবাদসরকার কার স্বার্থে মালিক-শ্রমিকের সঙ্গে ঐক্যের শপথ করালেন, প্রশ্ন মেননের
পরবর্তি সংবাদ‘ফণী’ আঘাত হানতে পারে বাংলাদেশে, বন্দরে ৪ নম্বর সতর্ক সংকেত