দেশের ৯৯ ভাগ শ্রমিকই তাদের অধিকার থেকে বঞ্চিত: জিএম কাদের

ইসলাম টাইমস ডেস্ক: সরকারি শ্রমিক সংগঠনের কর্মকর্তাতারা কিছু কিছু ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকারের চেয়েও বেশি পেলেও দেশের ৯৯ ভাগ শ্রমিকই তাদের অধিকার থেকে বঞ্চিত বলে অবিযোগ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।

আজ বুধবার মে দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর দারুস সালাম থানায় জাতীয় মটর শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, মে দিবস আসলেই আমরা শ্রমিকদের দাবি আদায় নিয়ে রাজপথে নেমে থাকি। অথচ শ্রমিকরা সারাবছরই অবহেলিত ও প্রবঞ্চনার শিকার হন। প্রচলিত অনেক আইন আছে যেগুলো শ্রমিকদের সুরক্ষার জন্য। কিন্তু দুঃখজনক সত্য হলো এই আইনগুলো শ্রমিকদের স্বার্থে কম ব্যবহৃত হচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি শ্রমবান্ধব সরকার ছিল। শ্রমিকদের সকল যৌক্তিক দাবি আদায়ে রাজপথের পাশাপাশি জাতীয় সংসদেও সোচ্চার ভূমিকা রাখবে জাতীয় পার্টি।

 

পূর্ববর্তি সংবাদমাওবাদীদের হামলায় মহারাষ্ট্রে ১৫ জন নিরাপত্তাকর্মী নিহত
পরবর্তি সংবাদবিএনপির ভাঙন সময়ের ব্যাপার: হানিফ