সিলেটে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

ইসলাম টাইমস ডেস্ক: শিক্ষার্থীকে গাড়ি থেকে ফেলে হত্যার ঘটনায় করা মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে সিলেট বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। এতে সকাল থেকে  পড়েছেন যাত্রীরা।

ভোর ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাস নিহতের ঘটনায় গ্রেফতার চালক ও সহকারীকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেয়াসহ সাত দফা দাবিতে সিলেট বিভাগে এই ধর্মঘট চলছে।

ধর্মঘটের কারণে সকাল থেকে হবিগঞ্জ-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে যাত্রীরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শ্রমিকেরা।

 

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ : ধর্ষণে অভিযুক্ত কোচিংয়ের পরিচালক নিহত
পরবর্তি সংবাদমোহাম্মদপুরে ‘উগ্রবাদী আস্তানা’য় বিস্ফোরণ, নিহত অন্তত ২