রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা

ইসলাম টাইমস ডেস্ক: রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘হিজরি ১৪৪০ (২০১৯ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) মো. শামসুল আরেফিন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ওই সূচির মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে। তবে জরুরি বিভাগগুলো তাদের নিজস্ব নিয়মে চলবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ বা ৮ মে থেকে রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

পূর্ববর্তি সংবাদগত এক বছরে ১ হাজার ৬ শিশু ধর্ষণ, অপহরণ ও নিপীড়নের শিকার
পরবর্তি সংবাদরমজানে প্রয়োজনীয় ৫০০টি পণ্যের দাম কমিয়েছে কাতার