নিকাব নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা

ইসলাম টাইমস ডেস্ক: নিকাব পরা নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা সরকার।  রোববার দ্বীপ দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এক আদেশে বলেন, মুখ ঢেকে রাখা যায় এমন সব পোশাক পরিধান বন্ধ রাখতে হবে।

এই আদেশের ফলে মুসলিম নারীরা বোরকার সাথে মুখ ঢাকার জন্যে নেকাব ব্যবহার করতে পারবেন না।

সম্প্রতি দেশটির মন্ত্রী সভার বৈঠকে এ বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া নিয়ে প্রস্তাব পাস হওয়ার পর এই ঘোষণা এলো। এর ফলে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে মুসলমান ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেয়ার যে পরামর্শ দিয়েছিলেন তা বাতিল হয়ে গেল।

গত সপ্তাহে দেশটির একজন এমপি বোরকা, হিজাব ও মুখ ঢেকে রাখা হয় এমন যেকোনো ধর্মীয় রীতি মেনে তৈরি পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব তুলেছিলেন।

পূর্ববর্তি সংবাদ“এভাবে যদি বাঁচতে পারেন, জীবনটা অনেক সুন্দর হয়ে ওঠবে”
পরবর্তি সংবাদচট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ : ধর্ষণে অভিযুক্ত কোচিংয়ের পরিচালক নিহত