অপরাধীর দলের কোন পরিচয় থাকতে পারেনা: পূর্তমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: গৃহায়ন ও পূর্তমন্ত্রী এ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম বলেছেন, কেউ আইনের উর্ধ্বে নয়। আইনের চোখে ধনী-গরীব সবাই সমান। আইন সরকারি দল ও বিরোধী দল দেখে না। অপরাধী যিনি হবেন তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি কোন পরিচয় থাকতে পারে না। তার পরিচয় হওয়া উচিত তিনি অপরাধী।

অসহায় মানুষের জন্য বর্তমান সরকার লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহয়তা প্রদান করছে। এসব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়।

রবিবার পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জেলা দায়রা জজ আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল হক পান্না।

পূর্ববর্তি সংবাদউদ্দেশ্যমূলকভাবেই খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে : ফখরুল
পরবর্তি সংবাদ‘শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণ হয় ভারতে’