শ্রীলংকায় আত্মঘাতী হামলাকারীদের জানাযা পড়াবেন না ইমামগণ

ইসলাম টাইমস ডেস্ক:  শ্রীলঙ্কার ইমামদের প্রধান সংগঠন এসিজেইউ জানিয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারীদের মরদেহ গ্রহণ করবে না তারা। মসজিদে তাদের জানাজা পড়ানোর অনুমতি দেবেন না বলে জানিয়েছেন।

একই সঙ্গে সংবাদ সম্মেলনে এসিজেইউর নেতারা এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানান এবং দেশটির কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন যাতে দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হয় এবং তাদের সর্বোচ্চ কঠোর শাস্তি দেয়া হয়।

প্রসঙ্গত, রোববার শ্রীলংকায় ইস্টার সানডেতে কয়েকটি গির্জা ও হোটেলে বোমা হামলায় দেশটিতে ২৫৯ জন মারা যান। এতে ৩৮ বিদেশি মারা যান বলেও জানানো হয়। এ হামলায় বাংলাদেশি আট বছরের শিশু জায়ান চৌধুরী মারা যায়।

পূর্ববর্তি সংবাদআফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
পরবর্তি সংবাদরোযা আসার আগেই সবজির বাজার অস্থিতিশীল