যুক্তরাষ্ট্র প্রশাসনের হুমকিতে কোনো কাজ হবে না: তুরস্ক

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসয় বলেছেন, মার্কিন হুমকিতে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় থেকে বিরত থাকব না। সরকার যদি রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে, তবে এফ-৩৫ যুদ্ধবিমান হস্তান্তর বন্ধ রাখার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।-খবর হুররিয়াত ডেইলি নিউজের

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঘটনা হচ্ছে যুক্তরাষ্ট্র এফ-৩৫ ইস্যুটি হুমকি হিসেবে প্রকাশ করেছে। কিন্তু কোনোভাবেই তা জোট-সম্পর্ক কিংবা আমাদের স্বার্থের অনুকূলে না।

যুক্তরাষ্ট্রকে তুরস্কের কর্তৃপক্ষ বলছে, এস-৪০০ ব্যবস্থার সঙ্গে এফ-৩৫ গুলিয়ে ফেলাটা ভ্রান্তি। আমরা নিয়মিত অর্থ পরিশোধ করে যাচ্ছি। আমাদের পাইলটরা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছে। কাজেই আমরা এখান থেকে পেছনে সরতে পারবো না।

চলতি মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্ককে নিয়ে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের বক্তব্যের কথা উল্লেখ করে আকসয় বলেন, আমরা দেখছি, যুক্তরাষ্ট্র প্রশাসন আমাদের বারবার হুমকি দিয়ে যাচ্ছে। কিন্তু আগেও এমনটা দেখেছি। কিন্তু কোনো কাজ হয়নি।

পূর্ববর্তি সংবাদখোলস পাল্টালেও জামায়াতের রাজনীতি করার সুযোগ নেই: হানিফ
পরবর্তি সংবাদবিএনপি বটগাছের মতো, দুয়েকজন বেরিয়ে গেলেও দলের ক্ষতি হবে না : মোশাররফ