বিএনপি বটগাছের মতো, দুয়েকজন বেরিয়ে গেলেও দলের ক্ষতি হবে না : মোশাররফ

ইসলাম টাইমস ডেস্ক: বটগাছের দু-একটা পাতা ঝরলে যেমন তাতে কিছু যায় আসে না, তেমনি দলের সিদ্ধান্তের বাইরে দু-একজন শপথ নিলে তাতে দলের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী তাঁতীদলের নতুন কমিটি গঠন উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর যিয়ারত শেষে  তিনি একথা বলেন।

দলীয় আনুগত্যের বাইরে গিয়ে বিএনপির নির্বাচিতরা কেন শপথ নিচ্ছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি একটা বড় বটগাছ এখান থেকে দু-একটা পাতা ঝরে গেলে কিছু আসে যায় না।

এসময় বিএনপির এ শীর্ষ নেতা বলেন, “ভাঙ্গন-চেষ্টার ইতিহাস অনেক আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবরণের পরে আবদুল মতিন এবং প্রেসিডেন্টের কেবিনেটের ডাকসাইটের মন্ত্রীরা এই বিএনপি ভাঙার চেষ্টা করেছিল, তারা পারে নাই। এরপর ওয়ান-ইলেভেনের সময় চেষ্টা করেছিল, সফল হয় নাই। অতএব দু-একজন শপথ নিল কি নিল না, এটা এত বড় দলের জন্য তেমন কোনো বিষয় না। দলের সিদ্ধান্তের বাইরে কেউ কোনো পদক্ষেপ নিলে দল গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেবে”।

 

 

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্র প্রশাসনের হুমকিতে কোনো কাজ হবে না: তুরস্ক
পরবর্তি সংবাদনওগাঁ সীমান্তে বাংলাদেশী যুবকের হাতের নখ উপড়ে দিলো বিএসএফ