হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টি সোনার বারসহ একজন আটক

ইসলাম টাইমস ডেস্ক: শুক্রবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল পার্কিং এলাকা থেকে ১০টি সোনার বারসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটেলিয়ন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন।

তিনি জানান, আটক এরফানুল ইসলাম (৪২) আড়াইটার দিকে বিজি ০২৩৬ ফ্লাইটে সিলেট থেকে ঢাকায় আসেন। অবতরণের পর তিনি বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল পার হয়ে ট্যাক্সিক্যাব যোগে পালিয়ে যাওয়ার সময় আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।

এ সময় জিজ্ঞাসাবাদে তিনি তার পায়ুপথে সোনার বার থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় পায়ুপথ থেকে সোনার বারগুলো বের করা হয়। আটক সোনার বার প্রতিটির ওজন ১০ তোলা করে (একশত গ্রাম)। আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। আটক এরফান চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার বারদুনা গ্রামের মৃত নবী হোসেনের পুত্র। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদহাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহ: তাসাউফ ও জিহাদের অমলিন প্রতীক
পরবর্তি সংবাদমাদকের সঙ্গে রাজনীতিক, সমাজকর্মী ও প্রশাসনের কর্তারা জড়িত: মেনন